ফেব্রুয়ারী ১৪, ২০১৩

সহজে কম্পিউটার সর্বশেষ চালু ও বন্ধের সময় জানুন

আপনার কম্পিউটার কখন চালু করেছেন বা বন্ধ করেছেন বা আপনার অবর্তমানে কেউ আপনার পিসিটি ব্যবহার করেছে কিনা তা খুব সহজে জানতে পারেন। এ জন্য আপনি উইন্ডোজ এর বাই ডিফল্ট SchedLgU.Txt দেখে বুঝতে পারেন।
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTZV45ahdQTpU2fQQQ5wLyKJmcANKmXm4ExsXHPF5Frs1GILIUzpg     https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRr7Ok679eEXln3u-TOx_ZiekOkCtzn_dutF44FXZVMyiDlWLOs





সিস্টেম রুটে অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে সে ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে বা স্টার্ট মেনু থেকে রানে গিয়ে C:\WINDOWS\Tasks\SchedLgU.Txt লিখে ওকে করলেই ফাইলটি নোট প্যাডে খুলবে।
এবার ডকুমেন্টের ভিতরে [Task Scheduler Service] লেখা লাইনের নীচে সর্বশেষ কখন কম্পিউটার ON/OFF করেছেন তা দেখতে পারেন।
৩২ কিলোবাইটের এই ফাইলটিতে সর্বশেষ ১৩৫ বার কম্পিউটার খোলা ও বন্ধ করার তথ্য (সময় ও তারিখ) সংরক্ষিত থাকে। কম্পিউটার ১৩৫ বারের বেশী খোলা ও বন্ধ করলে উক্ত লাইন আবার প্রথম থেকে আসতে থাকবে অর্থাৎ পূর্বের তথ্যের উপর নতুন তথ্য প্রতিস্থাপন হবে।