Write You!
তথ্য ও প্রযুক্তির যুগে সব সময়ই বিজ্ঞান আমাদের পাশে থেকে আমাদের
জীবন উন্নয়নের মান বৃদ্ধি করেছে। বর্তমানে বিশ্বে যে পরিমাণ তথ্য
ও প্রযুক্তির প্রসার ঘটেছে তা সত্যি অস্বীকার করার মতন নয়। এক্ষেত্রে
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অপার সম্ভাবনার আমাদের এই বাংলাদেশ
অনেকাংশেই পিছিয়ে রয়েছে। কিন্তু এরপরও আমাদের চেষ্টা ও আগ্রহ এতটুকুও
কমেনি। বরং বেড়েই চলেছে। আর তারই ধারাবাহিকতায় তথ্য ও প্রযুক্তিকে বাংলা
ভাষা-ভাষী মানুষের হাতের মুঠোয় নিয়ে আসতেই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
অনেকেই আছেন যারা তাদের নিজেদের প্রতিভা বিভিন্ন সমস্যার কারণে বিকাশ ঘটাতে
পারেন না। তাই হয়ত পিছিয়ে পরছেন ধীরে ধীরে। তথ্য ও প্রযুক্তির এই দৌড়ে আপনিও
আমাদের সঙ্গী হতে পারেন। এজন্য আপনি আপনার মূল্যবান প্রতিভা আমাদের সাথে
শেয়ার করে আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন।
কিভাবে লিখবেন :
১. প্রথমেই আপনাকে লেখক হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। (শুধুমাত্র প্রথমবার)২. তারপর সাইন-ইন করুন।
৩. এবার New Post এ ক্লীক করুন।
৪. আপনার আর্টিকেল এর শিরোনাম লিখুন।
৫. আপনার আর্টিকেল লিখুন।
৬. প্রয়োজনে ছবি যুক্ত করুন।
৭. বিভাগ নির্বাচন করুন।
৮. সবশেষে Published এ ক্লীক করুন।
৯. সঙ্গে সঙ্গেই আপনার লেখাটি Published হয়ে যাবে।
১০. এরপরও কোন কিছু বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আল-আমিন সিব্লগ'এ লিখতে হলে আপনাকে একটি ফরম পূরণ করতে হবে।
ফরমটি পূরণ করতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।