Welcome visitor! Please wait till I load my blog page...

Write You!

Write You!

তথ্য ও প্রযুক্তির যুগে সব সময়ই বিজ্ঞান আমাদের পাশে থেকে আমাদের জীবন উন্নয়নের মান বৃদ্ধি করেছে। বর্তমানে বিশ্বে যে পরিমাণ তথ্য ও প্রযুক্তির প্রসার ঘটেছে তা সত্যি অস্বীকার করার মতন নয়। এক্ষেত্রে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অপার সম্ভাবনার আমাদের এই বাংলাদেশ অনেকাংশেই পিছিয়ে রয়েছে। কিন্তু এরপরও আমাদের চেষ্টা ও আগ্রহ এতটুকুও কমেনি। বরং বেড়েই চলেছে। আর তারই ধারাবাহিকতায় তথ্য ও প্রযুক্তিকে বাংলা ভাষা-ভাষী মানুষের হাতের মুঠোয় নিয়ে আসতেই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। অনেকেই আছেন যারা তাদের নিজেদের প্রতিভা বিভিন্ন সমস্যার কারণে বিকাশ ঘটাতে পারেন না। তাই হয়ত পিছিয়ে পরছেন ধীরে ধীরে। তথ্য ও প্রযুক্তির এই দৌড়ে আপনিও আমাদের সঙ্গী হতে পারেন। এজন্য আপনি আপনার মূল্যবান প্রতিভা আমাদের সাথে শেয়ার করে আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন।


কিভাবে লিখবেন :

১. প্রথমেই আপনাকে লেখক হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। (শুধুমাত্র প্রথমবার)
২. তারপর সাইন-ইন করুন।
৩. এবার New Post এ ক্লীক করুন।
৪. আপনার আর্টিকেল এর শিরোনাম লিখুন।
৫. আপনার আর্টিকেল লিখুন।
৬. প্রয়োজনে ছবি যুক্ত করুন। 
৭. বিভাগ নির্বাচন করুন।
৮. সবশেষে Published এ ক্লীক করুন।
৯. সঙ্গে সঙ্গেই আপনার লেখাটি Published হয়ে যাবে।
১০. এরপরও কোন কিছু বুঝতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করুন।

আল-আমিন সিব্লগ'এ লিখতে হলে আপনাকে একটি ফরম পূরণ করতে হবে।
ফরমটি পূরণ করতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Blog Visitors Details

IP
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Sdpw Alamin