Welcome visitor! Please wait till I load my blog page...

ডিসেম্বর ১১, ২০১২

উইন্ডোজ ৮র কিছু সমস্যার সমাধান


১. ইন্সটল করার সময় ইরর প্রদর্শনঃ যেমনঃ Error message: “Windows 8 installation has failed”
সমাধানঃ
http://www.pchelplinebd.com/wp-content/uploads/2012/12/AutoScreenRecorder_04-Dec.-03-15.08132-150x150.jpg?9d7bd4অথবা, http://go.microsoft.com/fwlink?linkid=259439 থেকে Windows 8 Upgrade Assistant standalone ডাউনলোড করে দেখতে পারেন।
  • আপগ্রেড করতে চাইলে এন্টি-ভাইরাস, এবং অন্যান্য সফটওয়্যার রিমুভ করে নিতে পারেন।
  • মাউস, কীবোর্ড বাদে অন্যান্য ইউএসবি কেবল পিসি থেকে আন-প্লাগ করুন।
  • সবচেয়ে ভালো হয় নতুন করে ইন্সটল করা।
  • অথবা, ISO ইমেজটি চেক করুন। ডিভিডিতে কোন স্ক্রেচ আছে কিনা।


২. অ্যাপ্লিকেশন/প্রোগ্রাম কাজ করছে না
সমাধানঃ
  • অ্যাপ্লিকেশন/প্রোগ্রাম un-install করে re-install করে দেখতে পারেন।
  • লোকাল একাউন্টে সুইচ করে আবার মাইক্রোসফট একাউন্টে ফিরে যেয়ে চেষ্টা করতে পারেন। একাউন্ট সুইচ অন্যান্য উইন্ডোজ ভার্সনের মতই। ডেস্কটপে যেয়ে alt+F4, তারপর, “switch users”।
  • এন্টি-ভাইরাস / ফায়ারওয়াল চেক করে দেখুন, হয়তবা, প্রোগ্রামটি বাধাপ্রাপ্ত হচ্ছে।
  • এতেও কাজ না হলে মনে করতে হবে আপনার ইন্সটলেশনে সমস্যা রয়েছে, আবারো উইন্ডোজ ৮ ইন্সটল করুন।
৩. Error message: “Your purchase can’t be completed”
সমাধানঃ
  • এন্টি-ভাইরাস / ফায়ারওয়াল চেক করে দেখুন। কোন কিছু না থাকলে এন্টি-ভাইরাস/ফায়ারওয়াল বন্ধ রাখুন।
  • নেটওয়ার্ক চেক করে দেখুন। প্রক্সি ব্যাবহার না করাই শ্রেয়।
  • কম্পিউটারের সময় এবং তারিখ ঠিক কিনা দেখে নিন।
  • অ্যাপটি আপডেট করে দেখতে পারেন।

৪. নেটওয়ার্ক সংযোগ হচ্ছে না
সমাধানঃ
  • হার্ডওয়্যার দেখে নিন, তারপর, Isolation টেস্ট করে দেখুন, অর্থাৎ ক্যাবল, মডেম/রাউটার, ফোন সংযোগ টেস্ট করে দেখে নিন।
  • Control Panel >> Network and sharing center >> change adaptor settings থেকে সেটিংস দেখে নিন।
  • নেটওয়ার্ক ট্রাবলশুটার চালিয়ে দেখতে পারেন। করতেঃ
    • উইন্ডোজ কী + W
    • এখন troubleshooting টাইপ করুন বক্সে
    • Troubleshooting সিলেক্ট করুন
    • view all ক্লিক করুন। আপনার পছন্দসই অপশন সিলেক্ট করুন
    • তারপর, প্রম্পট ফলো করুন।
  • নেটওয়ার্ক ড্রাইভার আপডেট করে দেখতে পারেন। নেটওয়ার্ক এডাপ্টর ড্রাইভারের উইন্ডোজ ৮ এর ড্রাইভার না পেলে, উইন্ডোজ ৭ ড্রাইভার পেলে তারপর উপরে রাইট-ক্লিক করে ‘properties’, তারপর ‘compatibility’ ট্যাব থেকে ‘Run this program in compatibility mode for’ Windows 7 সিলেক্ট করুন। তারপর, ‘Apply’/‘OK’ করে রান/ইন্সটল করুন।
  • এতে ও কাজ না হলে উইন্ডোজ ৮ সমর্থিত নেটওয়ার্ক এডাপ্টর দিয়ে কম্পিউটার রান করতে পারেন।
৫. কোন সাউন্ড শুনতে পাচ্ছেন না
সমাধানঃ
  • ঠিক উপরে দেয়া ইনফরমেশন অনুযায়ী নেটওয়ার্ক এডাপ্টরের মত সাউন্ড ড্রাইভার ইন্সটল করুন।
  • উইন্ডোজ আপডেট চালু করে।
  • অথবা, ভেন্ডরের সাইটে যেয়ে দেখতে পারেন কোন নতুন ড্রাইভার এসেছে কিনা
৬. কালো স্ক্রিন দেখতে পাচ্ছেন (ব্লাক স্ক্রিন অব ডেথ)
সমাধানঃ
  • কম্পিউটারের পাওয়ার অন সুইচ ধরে রিস্টার্ট করুন। অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়ে যায়।
  • এতেও সমাধান না পেলে এন্টি-ভাইরাস সহ অন্যান্য সফটওয়্যার যা কিনা মাইক্রোসফট ব্রেন্ডের নয়, তা রিমুভ করে দেখতে পারেন।
  • মাউস ও কীবোর্ড ছাড়া সব ইউএসবি ক্যাবল এবং ডিভাইস ডিস-কানেক্ট করুন।
  • http://www.microsoft.com/en-us/windows/compatibility/win8/CompatCenter/Home এখানে যেয়ে দেখুন আপনার কম্পিউটারের গ্রাফিক্স এবং প্রোডাক্টগুলো লিস্টেড কিনা।
  • ভিস্তা/উইন্ডোজ ৭ থেকে উইন্ডোজ ৮ করতে চাইলে, আগের সকল ড্রাইভার রিমুভ করতে হবে। তারপর, রিস্টার্ট করে safe Mode  “enable low-resolution video” দিয়ে দেখতে পারেন।
  • অথবা, ISO ফাইলেই সমস্যা ছিল।

৭. উইন্ডোজ ফ্রিজ/হেং হয়ে যাচ্ছে
সমাধানঃ
  • http://windows.microsoft.com/en-US/windows-8/system-requirements থেকে জেনে নিন আপনার কম্পিউটার আসলেই উইন্ডোজ ৮ সাপোর্ট করে কিনা
  • নতুন কোন ড্রাইভার / সফটওয়্যার ইন্সটল করে থাকলে ফ্রিজ হবার আগে তা রিমুভ করে দেখতে পারেন।
  • System Maintenance Troubleshooter রান করে দেখতে পারেনঃ
    • উইন্ডোজ কী + W
    • এখন troubleshooting টাইপ করুন বক্সে
    • Troubleshooting সিলেক্ট করুন
    • view all ক্লিক করুন। আপনার পছন্দসই অপশন সিলেক্ট করুন
    • তারপর, প্রম্পট ফলো করুন।
  • সবগুলো ড্রাইভার আপডেট করে নিতে পারেন উইন্ডোজ আপডেটের মাধ্যমে।

৮. ইউটিউব দেখতে পাচ্ছেন না
সমাধানঃ
  • প্রথমেই, ফ্ল্যাশ প্লেয়ার আপডেট করে নিন।
  • পপ-আপ ব্লক করার সফটওয়্যার থাকলে তা ডিসেবল করে রাখুন।
  • ফায়ারওয়াল/এন্টি-ভাইরাস দেখে নিন যাতে ইউটিউব ব্লক না থাকে।
  • Quicktime, iTunes, Real Player, or Windows Media Player ডিফল্ট স্ট্রিম যেন না করে।

Blog Visitors Details

IP
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Sdpw Alamin