Welcome visitor! Please wait till I load my blog page...

ফেব্রুয়ারী ১২, ২০১৩

নিজের হয়েযাক একটা ফেসবুকের মত ওয়েব সাইট। একদম ফ্রী

 নিজের হয়েযাক একটা ফেসবুকের মত ওয়েব সাইট। না না কোন টাকা লাগবে না একদম ফ্রী

 By- Alamin

 https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcT-QTZQwLsym5rlQN1_LtDdL__ZtyIqJiWEoMp79DBtrAszCviQ

আজ কাল বাংলাদেশে ফেসবুকের মত সোসাল নেটওয়ার্কিং ওয়েব সাইট অনেক বেড়ে গেছে। কিন্তু অনেকের মাথায় একটা কথা আসেনা যে, যুকারবার্গ যেটা ২-৩ বছর সাধনা করে ফেসবুক বানাল সেটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম না জানা ভাইয়ারা কিভাবে ৩-৪ দিনেই বানাইয়া ফেলেন। হ্যা উত্তর আমি দিব। তারা একটা পিএইচপি স্ক্রিপ্ট ব্যাবহার করে এরকম ওয়েব সাইট বানানোর জন্য। স্ক্রিপ্টটার নাম পিএইচপি ফক্স। এটা অনেক শক্তিশালী একটা সোসাল নেটোয়ার্কিং স্ক্রিপ্ট। এখানে ফেসবুকের মত অনেক ফিচার রয়েছে। এছারা এমন অনেক ফিচার আছে যেটা ফেসবুকে নেই।
তাহলে দেরি কেন??? এক্ষুনি তৈরি করে ফেলুন আপনার ফেসবুক :) আর নিজেই হয়ে জান বাংলার যুকারবার্গ।
ডাউনলোড
যেভাবে ইন্সটল করবেন।
১, প্রথমে সব ফাইল আপনার ওয়েব সার্ভারে আপলোড করুন।
২, যদি আপনার ওয়েব সার্ভার না থাকে তাহলে Xammp থেকে htdocs ফোল্ডারে বা wamp থেকে www ফোল্ডারে সব ফাইল কপি করুন।
৩, একটা ডাটাবেজ তৈরি করুন।
৪, আপনার ডোমেইন.কম/install/index.php এ জান। (আপনার ওয়েব সাইটের ডোমেন নেম যদি mysite.com তাহলে ব্রাউজারে mysite.com/install/index.php লিখুন। লোকাল হোস্টে করতে চাইলে mysite.com এর যায়গাতে লিখুন localhost )
৫, এবার আপনার ডাটাবেজের ইনফরমেশন দিন।
৬, এবার স্ক্রিপ্ট টা ইন্সটল হবে। অপেক্ষা করুন।
৭, কিছুক্ষন পর আপনার প্রোফাইল ইনফরমেশন চাইবে। এখানে আপনার প্রোফাইল ইনফরমেশন দিন।
৮, আপনার কাজ শেষ। এবার উপরে লিখা AdminCP তে ক্লিক করে আপনার ওয়েব সাইট নিয়ন্ত্রন করুন।

Blog Visitors Details

IP
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Sdpw Alamin