সহজে টেম্পোরালি ফাইল ডিলেট করে পিসির গতি বাড়ান
By- Sdpw Alamin
আমরা স্বাভাবিক ভাবে ইন্টারনেট সার্ফিং এর সময় বিভিন্ন সাইটে প্রবেশ
করে থাকি আর প্রতিটি সাইটে প্রবেশ করার জন্য কিছু কিছু টেম্পোরারি ফাইল
জমতে থাকে। আর এ ভাবে অতিরিক্ত টেম্পোরারি ফাইল জমার কারনে আপনার পিসির
স্বাভাবিক পারফারমেন্স কমতে থাকে।
আমরা অনেকে রান এ গিয়ে Temp, Prefetch, Recent, %temp% লিখে এই অতিরিক্ত টেম্পোরারি ফাইল গুলো পিসি থেকে অপসারণ করে থাকি।ইচ্ছে করলে আমরা খুব সহজে মাত্র ৩২ কেবি - এর ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে এই অতিরিক্ত টেম্পোরারি ফাইল গুলো পিসি থেকে অপসারণ করতে পারি।