বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৩
Unknown
কোন পাবলিক কম্পিউটারে বা অন্য কার
কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি
লগ আউট করতে ভুলে গেছেন। তো এত অনেক বড় বিপদে পরার মত সমস্যা। যদি এমন হয়
তবে এবার ঐ কম্পিউটারে ছুটে যাবার দরকার নেই আপনি আপনার PC থেকেই ঐ PC র
লগ আউট করতে পারবেন।
এজন্য আপানার PC তে আপনার লগইন করার পর
Account Settings এ যান সেখানে Security অপশনে Active Sessions এ ক্লিক
করুন Current Session এ আপনার চলিত PC র তথ্য দেখাবে আর Also Active এ
শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর,
আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। এবার ঐ আগের
কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই ঐ কম্পিউটার থেকে লগ
আউট হয়ে যাবে।