কি করে এই সফটওয়্যার? আসুন জেনে নেওয়া যাক।
যদি Hidden USB Copy সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনিস্টল থাকে তাহলে
কেও যদি আপনার কম্পিউটার কোন পেন ড্রাইভ যুক্ত করে তাহলে ওই পেন ড্রাইভার
সব কিছু তার অজান্তেই আপনার পছন্দ করা ফোল্ডারে সেভ হয়ে যাবে। খুব মজার তাই
নাহ?
প্রথমেই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি ইনস্টল করে কপি করা ফাইল কোথায় সেভ হবে তা সিলেক্ট করে নিন।
এবার সফটওয়্যারটি ক্লোজ করুন অথবা টাস্ক বারে রেখে দিন। এবার কোন পেন
ড্রাইভ লাগিয়ে দেখুন আপনার পছন্দকৃত ফোল্ডারে পেন ড্রাইভের সব কিছু কপি হয়ে
গেছে আপনার অজান্তে।


সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৩
Unknown
Posted in:






Bangladesh Taka Converter