আমরা অনেকেই ইউন্ডোজ সেভেন ইউজ করি।কেউ আসল আর কেউবা নকল
আমার জানামতে খুব কম সংখ্যাক লোকে জেনুইন উইজ করেন।
আর যারা নকল বা কপি ইউজ করি তারা জ্ঞাত বা অজ্ঞাত ভাবে আমাদের
পিসিতেআপডেট চাইলেই বা অটোমেটিক ভাবে আপডেট দিয়ে ফেলি বা হয়ে যায়।
এবং তখনি বাধে জামেলা আপনাকে ২৮/থেকে ২৬দিনের মধ্যে ইউন্ডোজ
এ্যাকটিভ করতে হবেই হবে।

নতুবা নিস্তার নেই।বা নতুন করে আপানাকে আবার ইউন্ডোজ সেটআপ দিতে হবে।
তবে কেউ কেউ ছালাক ও আছেন যারা অটোমেটিক আপডেট হাইড করে রাখেন।
ব্যাপারটা যারা পুরনো তাদের ই বেশি জানা।নতুনরা খুব কম ই জানেন
যাই হউক এই রকম সমস্যায় কেউ যদি এখন থেকে থাকেন।তাহলে আমার এই এ্যাকটিভেটর
টিকে আমি আপনার জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দিলাম।
শুধু এ্যাকটিভ বাটম প্রেস করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না
কিন্তু আপনি ফলাফল টা কেমন পেলেন।অনেক লোডার বা এ্যাকটিভ সফটওয়্যার তো দেখেছেন.
এই রকম কি কখনো পেয়েছেন?
সেটা আশা করি আপনাদের মুখ থেকেই আমি শুনতে পারবো ইনশাআল্লাহঃ
এ্যাকটিভেটর টি ডাউনলোড করার জন্য এখানে প্রেস করুন Size = 1.33 MB
DOWNLOAD করে file টি unzip করে install করেন...... কম্পিউটার restart দেন


সোমবার, ফেব্রুয়ারী ১৮, ২০১৩
Unknown
Posted in:






Bangladesh Taka Converter